জেলা পরিষদ কার্যালয়
নীলফামারী।
‘‘কম্পিউটার বেসিক’ কোর্সঃ
নীলফামারী জেলার শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরপূবর্ক অথর্নৈতিকভাবে স্বাবলম্বি করে গড়ে তোলা।
কম্পিউটার কোর্স প্রদানের লক্ষ্যে নীলফামারী জেলা পরিষদের অফিস ভবনের নিচ তলায় আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে। যাতে ০৭টি কম্পিউটার আছে। প্রশিক্ষণার্থীদের জন্য ০৭টি কম্পিউটারে প্রতি কম্পিউটারে ০১জন করে প্রতি ব্যাচে দৈনিক ২৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি ব্যাচে প্রশিক্ষণ মেয়াদ ০৩ মাস।
ক্র. নং |
কোর্সের নাম |
ভর্তির যোগ্যতা |
মেয়াদ |
প্রশিক্ষণার্থীদের সংখ্যা |
|
১. |
‘‘কম্পিউটার বেসিক কোর্স’’ |
উচ্চ মাধ্যমিক পাস |
০৩ মাস
|
প্রতি ব্যাচে ২৪ জন |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS