Wellcome to National Portal
Main Comtent Skiped

Training advice

নীলফামারী জেলা পরিষদ কার্যালয়ের তত্ত্বাবধানে নিম্নে উল্লেখিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।


জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হলে, আজকের দিনে কম্পিউটার শিখতেই হবে। এই কথাটা আর নতুন করে বলবার কিছু নেই। শুধু যে কম্পিউটার সংক্রান্ত কাজ করতে হলেই কম্পিউটার ব্যবহার প্রয়োজন, তা নয়। যে কাজ কম্পিউটার-নির্ভর নয়, সেখানেও কম্পিউটার জানা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। কম্পিউটারের ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক গুণ।  


নীলফামারী জেলা পরিষদের অধীনে ০৩ (তিন) মাস মেয়াদী "কম্পিউটার বেসিক কোর্স”  প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি ব্যাচে  ২৪ (চব্বিশ) জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সনদ পত্র প্রদাণ করা হয়।


আবেদনের প্রেক্ষিতে ভর্তি বাছাই পরীক্ষার মাধ্যমে ২৪ (চব্বিশ) জন চুড়ান্ত ভর্তির সুযোগ পেয়ে থাকে।


এখানে মেধাবী গরিব, অসহায় ও এতিম  ভর্তির সুযোগ পেয়ে থাকে।


প্রত্যেক প্রশিক্ষনার্থী যখন প্রশিক্ষণ গ্রহণ করেন তাদের জন্য নির্ধারিত একটি কম্পিউটারে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে।